২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৬ই রজব, ১৪৪৬ হিজরি| দুপুর ২:৫২| শীতকাল|

ড. হুমায়ুন কবীরের উদ্যেগে বৃক্ষরোপণ কর্মসূচি

মো. সবুজ ইসলাম:
  • Update Time : মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪,
  • 44 Time View

ও ফিরিয়ে সে অরণ্য, লও এ নগর’ – কবির এ আরতি আজ অরণ্য রোদন এ পরিণত হয়েছে। কেননা অরণ্য দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে মানুষের কুঠারের আঘাতে। এ হচ্ছে মানুষের আত্মঘাতী কর্ম।

বনজ সম্পদকে টিকিয়ে রাখা ও এর সম্প্রসারণ’র জন্য প্রফেসর ড. হুমায়ুন কবীর এর নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অভিযান শুরু হয়েছে।

মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ, ভেষজ ঔষধি গাছ রোপণের মধ্যে দিয়ে এ অভিযান কর্মসূচি শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হোসেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, ড. হুমায়ুন কবীরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাংবাদিক মোঃ সোহরাব হোসেনসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

এ সময় প্রকল্প বাস্তবায়নের বিষয়ে জানতে চাইলে সোহরাব হোসেন বলেন, বৃক্ষরোপণ কর্মসূচির অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ