বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন মশিউর রহমান জিসান।
আজ রবিবার (২৯ জুন) বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় আহবায়ক সাইফুল ইসলাম এবং সদস্য সচিব হাসিব খান রাফি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মশিউর রহমান জিসান, সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোঃ সালমান হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক পদে তাসনিম বিন আজিজ।
নবনির্বাচিত সভাপতি মশিউর রহমান জিসান বলেন, আমাকে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি নির্বাচিত করায় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের উপর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
ইনশাআল্লাহ আমরা ঢাকা মহানগর উত্তর আওতাধীন প্রত্যেকটি থানা এবং ওয়ার্ডের ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের বার্তা পৌঁছে দেব এবং পার্থ ভাই ঘাঁটিতে পরিণত করব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমি দেশবাসীর কাছে দোয়া চাই যাতে আমি আমার দায়িত্ব আমানত হিসেবে নিয়ে দেশবাসীর জন্য কাজ করতে পারি।