এম জালাল উদ্দীন, পাইকগাছা প্রতিনিধি:
হাফেজ গাজী আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান করে নিয়েছে। ২৮ মার্চ অনুষ্ঠিত পরীক্ষায় ১ লাখ ৩০ হাজার পরীক্ষার্থীর মধ্যে সে ৭৪১ তম স্থান অর্জন করে।
আব্দুল্লাহ খুলনা জেলার পাইকগাছা উপজেলা সদরের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মুহাম্মদ কওসার আলী গাজী ও আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের সনোলোজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ জিনাত গুলশান এর ছেলে।
সে টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ -৫ গ্রেডে পাশ করে। ৫ম, ৮ম ও দাখিল পরীক্ষায় স্কলারশিপ লাভ করে।
সে ২০১৭ সালে এনটিভির পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতায় একাদশ তম, ২০১৮ সালে বাংলাভিশনের কুরআন প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করে।
একই বছর সে জর্ডানে অনুর্ধ -১৭ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ১ম স্থান অধিকার করে। তার এ সাফল্যে গর্বিত তার পিতা-মাতা।