১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ| ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি| রাত ৩:১০| শরৎকাল|

তাড়াইলে ভেজাল বিরোধী অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, মার্চ ২৩, ২০২৪,
  • 71 Time View

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইলে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক-এর নেতৃত্বে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা হয়। এসময় মেসার্স সোনালী ট্রেডার্স এর মালিক মোঃ মাহবুবুল আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ শনিবার (২৩মার্চ) দুপুর ২টার দিকে উপজেলা তালজাঙ্গা ইউনিয়নের বাঁশহাটি এলাকায় নকল সরিষার তেল, পোলাও’র চাল ও আটা, আইসক্রিম, মশার কয়েল এবং পণ্যে যথাযথ মোড়ক ব্যবহার না করার অপরাধে এই জরিমানা আদায় করা হয়।

এছাড়াও ওই প্রতিষ্ঠান হতে এক হাজার ৯৫০ বোতল ভেজাল সরিষার তেল, ড্রামে রক্ষিত ছয়শ লিটার সরিষার তেল, এক বস্তা পোলাও’র চাল, নকল আইসক্রিম তৈরীর সরঞ্জাম, পাঁচশ প্যাকেট মশার কয়েল এবং ভেজাল খাদ্য তৈরীর ক্যামিকেল পাউডার ও রং ধ্বংস করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কিশোরগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, জাতীয় ভোক্তা সংরক্ষণ এর মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক নকল, ভেজাল এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে ভেজাল বিরোধী অভিযান চলমান থাকবে। তিনি আরও বলেন, মেসার্স সোনালী ট্রেডার্সের মালিক মো. মাহবুবুল আলম দীর্ঘদিন যাবত ভেজাল কেমিক্যাল এবং রং ব্যবহার করে খাদ্য সামগ্রী তৈরি করে আসছিল বলে আমাদের কাছে তথ্য ছিল।

অভিযানে সার্বিক সহযোগীতা করেন কিশোরগঞ্জের র‍্যাব-১৪ (সিপিসি-২) এবং জেলা পুলিশের একটি টিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ