২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৬ই রজব, ১৪৪৬ হিজরি| দুপুর ২:৪৪| শীতকাল|

তারেক রহমানের বার্তা তৃণমূলে পৌঁছে দিলেন ইয়াসের খান চৌধুরী 

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২, ২০২৪,
  • 134 Time View

নান্দাইল প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ময়মনসিংহ বিভাগীয় নেতৃবৃন্দের সাথে দিক নির্দেশনামূলক বার্তা তৃণমূলের নেতাকর্মীদের মাঝে পৌঁছে দিলেন বিএনপির  বৈদেশিক সম্পর্কিত কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সদস্য ইয়াসের খান চৌধুরী। সোমবার (২ রা সেপ্টেম্বর)  বিকাল ৪ টায় উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে চামটা বাজারে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী,ছাত্রজনতার আন্দোলনে নিহত ও আহত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় তারেক রহমানের দিক নির্দেশনা বার্তা তৃণমূলের নেতাকর্মীদের মাঝে পৌঁছে দেন ইয়াসের খান চৌধুরী। এসময় তিনি বলেন- বিএনপি জনগণের দল, জনগণের সাথেই খালেদা জিয়া আছে, তারেক রহমান আছে।  বিএনপির নামে কোন রকম বিশৃঙ্খলার করলে তার ছাড় দিবে না। দলে কোন অনুপ্রবেশধারী ঢুকতে পারবে না।

মোয়াজ্জেমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে নান্দাইল উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিএনপির বৈদেশিক সম্পর্কিত কেন্দ্রীয় কমিটির সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ইয়াসের খান চৌধুরী, উত্তর জেলা বিএনপির সদস্য কাজী আব্দুস সাত্তার, উসমান গণি, উপজেলা কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসেন, বিএনপি নেতা নাজমুল হক,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ন-সাধারণ কামরুজ্জামান রাসেল,শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মাসুদ মড়ল,ময়মনসিংহ উত্তর ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক আবুল কালাম সোহেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক বাবুল আহমেদ অনিক, যুগ্ন-আহবায়ক নাজিম উদ্দিন ভূঁইয়া নাদিম,উপজেলা যুবদল নেতা শাকিল মাহমুদ,ফজলুর হক,মোয়াজ্জেমপুর ইউনিয়ন বিএনপি নেতা দানেশ,  শাহজাহান কবীর সহ প্রমুখ।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন-ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য রফিকুজ্জামান ভূঁইয়া মনির,পৌরসভার সাবেক কাউন্সিলর দেলেয়ার হোসেন দিলীপ, উপজেলা বিএনপি নেতা বাদল সরকার,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ন-সাধারণ মো.কামরুল ইসলাম মন্ডল,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নয়ন,পৌর ছাত্রদলের আহবায়ক ইমরান সরকার,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন,যুগ্ন আহবায়ক রবিউল আউয়াল রুবেল, আনিসুর রহমান বাবু,হুমায়ুন কবির,মাহবুব আলম রবিন,শফিকুল ইসলাম সহ উপজেলা, ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে দুপুরের পর থেকে খন্ড খন্ড মিছিল করে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে অনুষ্ঠান ময়দানে জড়ো হয়। এক পর্যায়ে অনুষ্ঠানের আশে পাশে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ