তিস্তা নদী রক্ষা আন্দোলন বাস্তবায়নের লক্ষ্যে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ এই স্লোগানে লালমনিরহাটের পাটগ্রামে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ১০ টায় পাটগ্রাম উপজেলা চত্বর অডিটোরিয়াম হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়কারী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ্ প্রধান, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম প্রধান,পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সপিকার রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়ালিউর রহমান সোহেল, উপজেলা বিএনপির সদস্য শওকত হায়াত প্রধান বাবু, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও শিক্ষকবৃন্দ।
এরপরে বিকেলে পাটগ্রাম টি.এন স্কুল থেকে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ শ্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির উদ্যোগে একটি পদযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এই পদযাত্রায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করে।
পদযাত্রার নেতৃত্ব দেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
সুধী সমাবেশে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন,” তিস্তা মহাপরিকল্পনা হয়েছিলো সেটা পানি উন্নয়ন বোর্ড ও চায়না সরকারের একটি প্রতিষ্ঠানের সঙ্গে। তারা একটি মহাপরিকল্পনা দাখিল করেছিলো সরকারের কাছে।
কিন্তু গত সরকারের নতজানু পররাষ্ট্রনীতি কারণে ও আমাদের প্রতিবেশী রাষ্ট্রের বাধার কারণে তা বাস্তবায়ন হয়নি। তিস্তা নদীর ন্যায্য হিস্যা আমাদের অধিকার।
এই কর্মসূচির মাধ্যমে দেশি ও আন্তর্জাতিক গণমাধ্যমে তিস্তা মহাপরিকল্পনার গুরত্ব তুলে ধরা হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীর দুপাশে ব্যবসা- বাণিজ্যের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠবে, যা মানুষের কর্মসংস্থান ও জীবনমানের উন্নয়নে ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, জাতিসংঘের পানি প্রবাহ কনভেনশন বাস্তবায়নের মাধ্যমে ন্যায্য হিস্যা ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আগামী ১৭ ও ১৮ ফেব্রæয়ারি ৪৮ ঘন্টা তিস্তা পাড়ে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।