৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ| ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ১২ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি| বিকাল ৩:১২| শরৎকাল|

তৃতীয় বিয়েতে বাধা দেওয়ায় প্রাণ দিল যুবক

Reporter Name
  • Update Time : শনিবার, জুন ১০, ২০২৩,
  • 194 Time View

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আম গাছে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মো. শাকিল আহমেদ রিফাত (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (১০ জুন) শনিবার ভোরে উপজেলার মগটুলা ইউনিয়নের তরফ পাছাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিফাত ওই এলাকার মৃত আজিজুল হকের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৭ সালে রিফাতের বাবা আজিজুল হক মারা যান। এরপর থেকে সে বেপোরোয়া হয়ে হয়ে ওঠে। শুধু তা-ই নয়, পরপর দুইটি বিয়েও করে রিফাত। চলতি বছরের শুরুতে প্রথম স্ত্রীকে এবং মাসখানেক আগে দ্বিতীয় স্ত্রীকে তালাক দেয় রিফাত। এরপর ফের বিয়ে করতে চাইলে পরিবারের লোকজন অমত করে।
এরপর থেকে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত হয়ে পড়ে সে।

এ অবস্থায় গতকাল শুক্রবার রাতে ঘরের ভেতর ফ্যানের সঙ্গে আত্মহত্যা করার চেষ্টা করে। কিন্তু পরিবারের লোকজন দেখে ফেলায় তখন সেটা করতে পারেনি।
এরপর ওই রাতেই সকলের অগোচরে বাড়ির পাশেই আমগাছে ফাঁস নেয় রিফাত। গলায় রশি প্যাঁছানো অবস্থায়
রিফাতের নিথর দেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে নিহতের মা আনোয়ারা খাতুন জানান, পরপর দুইটি বিয়ে করে রিফাত। পরে দুই বউকেই তালাক দেয় সে। এখন তৃতীয় বিয়ে করতে বাঁধা দেওয়ায় রাগে, ক্ষোভে আত্মহত্যা করেছে সে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ