সাইফুল আলম তুহিন,ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মোঃ সোহেল এর পিতার হাতে স্থানীয়ভাবে আর্থিক সহায়তা তুলে দিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ জুয়েল আহমেদ। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের অলহরী দুর্গাপুর গ্রামে উপস্থিত হয়ে ইউএনও জুয়েল আহমেদ আর্থিক সহায়তার পাশাপাশি নিহতের স্বজনদের খোঁজখবর নেন এবং শহীদের কবর যিয়ারত করেন। এসময় সাথে ছিলেন ত্রিশাল উপজেলার সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান।
এসময় ইউএনও জুয়েল আহমেদ ধৈর্য সহকারে শহীদ সোহেলের পরিবারের কথা শুনেন এবং সরকার তাদের পাশে রয়েছে জানিয়ে তাদের সান্ত্বনা দেন।
এসময় ত্রিশাল উপজেলার সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আজ আমরা সোহেলের বাবার হাতে বিশ হাজার টাকার সহায়তার চেক হস্তান্তর করতে সোহেলের গ্রামের বাড়িতে এসেছি। তারা এই সহায়তা পেয়ে খুব খুশি হয়েছেন।
শহীদ সোহেলের বাবা সুরুজ হাওলাদার বলেন, ‘আমার ছেলেকে হারিয়ে আমরা এখন একেবারে নিঃস্ব হয়ে পড়েছি। কবরস্থানের জায়গা বাদে আমার থাকার জায়গাটুকুও নেই। ইউএনও স্যার আমাদের খোঁজ নিতে এসেছেন, আমরা খুব খুশি হয়েছি।