ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৮ আগষ্ট) উপজেলা পরিষদের প্রয়াত রাশেদুল ইসলাম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার।
উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এন এম শোভা মিয়া আকন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থার সভাপতি নুরুল ইসলাম মোমেন প্রমুখ।