ময়মনসিংহের ত্রিশালে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা রশি টানা, তৈলাক্ত কলাগাছে উঠা, তৈলাক্ত বাঁশের উপর দিয়ে হেঁটে যাওয়া, মুখ দিয়ে বেলুন ফোটানোর চেলেঞ্জ এবং ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। এসব খেলা দেখতে ঈদের তৃতীয় দিন বুধবার বিকালে ঢল নেমেছিল বিভিন্ন বয়সের হাজারো নারী-পুরুষ দর্শকের।
উপজেলার হরিরামপুর ইউনিয়নের নিঘোরকান্দা গ্রামে এমন ঈদ বিনোদনের আয়োজন হয়েছে। হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম নিঘোরকান্দা ওয়েলফেয়ার মানবিক সোসাইটির উদ্যোগে মড়লের বাজার সংলগ্ন মাঠ প্রাঙ্গণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ প্রাণের খেলার আয়োজনে ছিল ব্যাপক উৎসাহ।
গ্রামীণ পরিবেশে দীর্ঘদিন ধরে নির্মল বিনোদনহীন অবস্থায় থাকা বিভিন্ন গ্রামের নারী-পুরুষের উপস্থিত হয়ে খেলা উপভোগের মাধ্যমে ঈদের আনন্দকে তারা ভাগাভাগি করে নেয়।
উন্মুক্ত তৈলাক্ত কলাগাছে উঠা খেলায় ১২ জন, তৈলাক্ত বাঁশের উপর দিয়ে হেঁটে যাওয়া খেলায় ১৪ জন এবং কাছিটানা খেলায় দুই দলে বিভক্ত হয়ে ১২ জন প্রতিযোগী অংশ নেন।
ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলে বিভক্ত হয়ে গ্রামের সেরা খেলোয়াড়দের নিয়ে গঠিত দুটি দলের ২২ জন ফুটবল খেলায় অংশ নেন। ফুটবল খেলায় আর্জেন্টিনা দলকে হারিয়ে ব্রিজল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অপরদিকে স্বল্পতম সময়ে তৈলাক্ত কলাগাছে উঠা খেলায় আল আমিন, তৈলাক্ত বাঁশের উপর দিয়ে হেঁটে যাওয়া খেলায় মোস্তাকিম এবং কাছিটানা খেলায় কাশেমের দল প্রথম হওয়ার গৌরব অর্জন করেন।
খেলা শেষে রায়েরগ্রাম নিঘোরকান্দা জামিয়া সিদ্দিকীয়া মাদরাসার সাবেক সভাপতি হাফেজ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ত্রিশাল উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ। এসময় তিনি কৃষকদের উদ্যেশ্যে কৃষির উন্নয়নে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এছাড়াও এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জামিয়া সিদ্দিকীয়া মাদরাসার সহ-সভাপতি হাবিবুর রহমান খান, প্রত্যাশা সংঘের সদস্য এমএ কাউছার প্রমূখ।
খেলা পরিচালনায় ছিলেন রায়েরগ্রাম শহীদ স্মৃতি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মফিজুল ইসলাম (তারা মিয়া)। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এটিএন বাংলার ফটোসাংবাদিক কামরুল হাসান মামুন।