ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম প্রয়াণ দিবস পালন করা হয়েছে। আলোচনা সভা ও কবির আত্নার মাগফিরাত কামনায় দোয়ার মাধ্যমে দিবসটি পালন করে উপজেলার সাংবাদিক সংগঠন কাজী নজরুল ইসলাম সাংবাদিক সংসদ।
রবিবার সকালে উপজেলা পরিষদের প্রয়াত রাশেদুল ইসলাম কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে মূখ্য অতিথি হিসেবে আলোচনা করেন স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার।
স্মারক বক্তা হিসেবে আলোচনা করেন ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক শেখ মোঃশহিদুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকতা তানিয়া রহমান, উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আলী সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহীদ উল্লাহ।
কাজী নজরুল ইসলাম সাংবাদিক সংসদ এর সভাপতি শরীফ সাবের মনির এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ত্রিশাল প্রেস ইউনিটির সভাপতি সাইফুল আলম তুহিন, নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও ত্রিশাল প্রেস ইউনিটির সাধারণ সম্পাদক মেহেদী জামান লিজন, নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ বিন সাঈদ, দৈনিক গণমুক্তি পত্রিকার ত্রিশাল উপজেলা প্রতিনিধি ও কবি এস এম মাসুদ রানা, দৈনিক নয়া শতাব্দী প্রতিনিধি রাকিবুল হাসান সুমন প্রমূখ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কবি নজরুল ভাষ্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। পরে আলোচনা অনুষ্ঠান শেষে জাতীয় কবির আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।