ময়মনসিংহের ত্রিশালে তীব্র তাপদাহ থেকে স্বস্তি পেতে ইদারাতুল কোরআন মাদ্ররাসার ছাত্র ও শিক্ষকদের উদ্যোগে প্রায় ৫ শতাধিক পথচারী, স্কুল কলেজের শিক্ষার্থী, রিকশা চালকদের মাঝে ঠান্ডা পানি ও খাবার শরবত বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০২ মে) পৌর এলাকার ধানীখোলা মোড়, গো-হাটা মোড়, উপজেলা পরিষদ ও বাসস্ট্যান্ডে এগুলো বিতরণ করা হয়।
এ সময় মাদ্ররাসার পরিচালক ইরফান কবির জানান, তীব্র তাপ প্রবাহের মধ্যে শ্রমজীবী দিনমজুর, রিকশাচালকদের কিছুটা স্বস্তি দিতে এ ক্ষুদ্র প্রয়াস। এ সংকট মুহূর্তে যাতে সবাই এগিয়ে আসে। বিশেষ করে এ প্রোগ্রামের মাধ্যমে জনসাধারণের মাঝে হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় বিষয় সম্পর্কে এ উদ্যোগের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করা হয়েছে।