ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের হেরোইন ও গাঁজা, নগদ টাকা এবং মাদক কারবারে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৩ জুন) বেলা ১১টায় ত্রিশাল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ওসি মনসুর আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২২ জুন) দিবাগত রাত ১২টার দিকে এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল ও এসআই নাহিদ পারভেজের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ত্রিশাল উপজেলার কোনাবাড়ী এলাকার সামালের মোড়ে অভিযান পরিচালনা করে।
অভিযানে নওশের আলীর হাফ বিল্ডিং ঘরের ভেতর থেকে ফেরদৌসি (৩৯) ও বকুল মিয়া (৩৭) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪৮ গ্রাম হেরোইন, ২৫০ গ্রাম গাঁজা, নগদ ৮৮ হাজার ৫০০ টাকা এবং দুটি মোবাইল ফোন।
উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য প্রায় ৪ লক্ষ ৮০ হাজার টাকা এবং গাঁজার মূল্য আনুমানিক ৫ হাজার টাকা। গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ত্রিশাল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ওসি মনসুর আহাম্মদ বলেন, মাদকের বিরুদ্ধে ত্রিশাল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।