ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে কৃষক লীগ নেতা শামীম পারভেজ (৩৭) নিহত হয়েছেন। এতে গাড়িতে থাকা তার সহযোগী নজরুল কবির দীপক গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত শামীম পারভেজ ত্রিশাল পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আজহারুল ইসলামের বড় ছেলে। তিনি উপজেলা কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি বর্তমানে যুবলীগের রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। লাইফ সাপোর্টে বেঁচে থাকা দীপক ত্রিশাল পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোরে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নুরুর দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহের বাইপাস এলাকায় শামীম পারভেজ নিজের ফিসারীর পাঙ্গাশ মাছ বিক্রি করে নিজে গাড়ি চালিয়ে ত্রিশাল আসার পথে এ দুর্ঘটনার শিকার হন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গাড়ি থেকে দুইজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
তবে গাড়ির চালক যুবলীগ নেতা শামীম পারভেজ ঘটনাস্থলেই নিহত হন। তার সঙ্গে থাকা নজরুল কবির দীপক গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনা পরবর্তী সময়ে তাদের গাড়ি থেকে বের করার পর গাড়িতে আগুন ধরে যায়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ভোর সকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নুরুর দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও অপর একজন আহত হয়। নিহতের পরিবার থেকে কোন আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।