ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
চলতি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ময়মনসিংহের ত্রিশালে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে ত্রিশাল কৃষি অফিস মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন ত্রিশাল উপজেলার সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামান।
এতে সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জুয়েল আহমেদ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ত্রিশাল উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান।
উল্লেখ্য, ২০২৪-২০২৫ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবার উপজেলার সুবিধাভোগী ৩ হাজার ৩৫০ প্রান্তিক কৃষকের প্রত্যেকে বিঘা প্রতি পাঁচ কেজি উপশী বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাচ্ছেন।
ত্রিশাল উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান বলেন, ‘যাচাই-বাছাই করে প্রকৃত প্রান্তিক চাষিদের তালিকা করে তাদের মাঝে প্রণোদনার এ সার ও বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। পাঁচ কেজি উপশী বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দিয়ে কৃষক তার এক বিঘা জমি চাষাবাদ করতে পারবেন।’