মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ):
ময়মনসিংহের ত্রিশালে কালজয়ী যুব কল্যাণ সংঘ’র আয়োজনে ব্রাজিল বনাম আর্জেটিনা প্রীতি ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ২ গোলে আর্জেন্টিনা জয়ী হয়েছে।
আজ শুক্রবার বিকেলে পৌর নামাপাড়া এলাকায় আয়োজিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল পৌর মেয়র এবিএম আনিসুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদ আমীন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শহিদুল ইসলাম স্বপন, ত্রিশাল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা সরকার, পৌর প্যানেল মেয়র রাশিদুল হাসান বিল্পব, কাউন্সিলর ওসমান গনি কুসুম প্রমুখ। এই প্রীতি ফুটবল খেলা দেখার জন্য আশেপাশের এলাকা থেকে অসংখ্য ফুটবল খেলাপ্রেমী নারী-পুরুষ উপস্থিত হয়েছিল।
খেলা শেষে বিজয়ী আর্জেন্টিনা দলকে একটি খাসি উপহার দেওয়া হয়।