
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শহীদুল আমিন খসরু।
রবিবার বিকালে উপজেলার সরকারি নজরুল কলেজ মাঠে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করে ত্রিশাল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাব্বির আহমেদ রনি’র সভাপতিত্বে
এসময় প্রধান অতিথির বক্তব্যে শহীদুল আমিন খসরু বলেন, ‘আমরা ১৬ বছর রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জন করেছে। কিছুটা স্বস্তির নি:শ্বাস আমরা নিতে পারছি। আমরা যাতে ভবিষ্যতে আরো বেশি করে স্বস্তির নি:শ্বাস নিতে পারি এবং এই স্বস্তিটা যাতে চিরস্থায়ী করা যায় সেজন্য অবাধ, সুষ্ঠু নির্বাচন ও বিচার বিভাগের স্বাধীনতা এবং ভিন্ন মতের প্রতি সহনশীলতা অর্থাৎ গণতন্ত্রের উপাদানগুলোকে প্রতিষ্ঠিত করতে হলে জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়ন করতেই হবে।
তিনি আরও বলেন, স্বস্তির নি:শ্বাস দীর্ঘ করতে হলে সামনে বেশকিছুটা পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। সেই পথ যাতে নির্বিঘ্নে পাড়ি দিতে পারি, সেই প্রচেষ্টা আমাদেরকে নিতে হবে। তা না হলে মনে রাখতে হবে যে, পরাজিত স্বৈরাচারের দানব তারা ঘুমিয়ে থাকার ভান ধরলেও মাঝে মাঝে জেগে ওঠার চেষ্টা করে। সেই ঘুমন্ত দানবের যাতে প্রত্যাবর্তন না ঘটে এবং নব্য বাকশাল বা অগণতান্ত্রিক শক্তির যাতে পুনরুত্থান না ঘটে, সেজন্য যত মতপার্থক্যই থাকুক আমাদেরকে সাধারণ ঐক্যের মধ্যে থাকতেই হবে।
বিগত আন্দোলন, সংগ্রামে যারা আত্মগোপনে ছিল তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিকট চিন্হিত। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যথাসময়ে নিবে, যথাযথ ভাবে নিবে । তৃণমূলের নেতাকর্মীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপর আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। যারা আন্দোলনে ছিল না, আওয়ামীলীগের সাথে আঁতাত করে গ্রেফতার, মামলা, হামলা থেকে রক্ষা পেয়েছে তারাই এখন দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে। এসব দুষ্কৃতকারী নেতারাও জনাব তারেক রহমানের সাংগঠনিক আদালত থেকে রক্ষা পাবে না।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আনোয়ার সাদাত, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য শাহ্ মোঃ শাহবুল আলম, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন সরকার, স্বেচ্ছাসেবকদল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম, আহসান হাবীব শাহীন, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক কায়ছার আহমেদ কাজল, ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সরকারি নজরুল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শিহাব উদ্দিন খাঁন, ত্রিশাল উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্যামল মেম্বার, ফরিদ আহমেদ শ্যামল, ত্রিশাল উপজেলা তাঁতীদলের সদস্য সচিব এনামুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আজিজুল হক আজিজ, ত্রিশাল পৌর শ্রমিকদলের সাবেক আহ্বায়ক ওবাইদুল হক মিলন, নজরুল কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সজীব সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল হাসান, যুগ্ম আহ্বায়ক হাসিবুল হাসান শান্ত মিয়া প্রমুখ।
-৭২৮২৪১