ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নে এই প্রথম আধুনিক ও যুগোপযোগী “বিদ্যা বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল” নামে একটি স্কুল যাত্রা শুরু করেছে।
রবিবার সকালে স্কুলটির হলরুমে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আলী সিদ্দিক।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন
ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি ও অত্র স্কুলের প্রধান উপদেষ্টা খোরশিদুল আলম মুজিব।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
অত্র স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দুর্জয় ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক জিম্মানুল আনোয়ার, পরিচালক আশরাফুল ইসলাম, আরিফ জাহান, বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুব আলম (খোকা), মোশারফ হোসেন (স্বপন),তাফাজ্জল হোসেন (তপন) প্রমূখ।
পরে ফিতা কেটে স্কুলটির শ্রেণি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।