ময়মনসিংহের ত্রিশালে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
শুক্রবার দিনব্যাপী উপজেলার হরিরামপুর ইউনিয়নের নিগুর কান্দা মোড়লের বাজার এলাকায় সমাজসেবামূলক সংগঠন রায়েরগ্রাম নিগুরকান্দা ওয়েলফেয়ার মানবিক সোসাইটির উদ্যোগে এ সেবা প্রদান করা হয়।
এসময় ডাক্তার মোহাম্মদ ইমরান হাসানের অধিনে দুই শতাধিক চক্ষু রোগী চিকিৎসা নেন। পরে তাদের মধ্য থেকে ১৩ জনকে বাছাই করে ছানী অপারেশনের জন্য ঢাকায় পাঠানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি ইলিয়াস মাহমুদ, সহ-সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক নাজমুল হাসান শিশির ও কমিটির কার্যকরী সদস্য ফজলুল হক এবং নাদিমুল হাসানসহ সোসাইটি সদস্যবৃন্দ।