ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ বুধবার বিকেলে দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকার বালিপাড়া রোডে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী বিচারক জুয়েল আহমেদ।
মূল্য তালিকা প্রদর্শন না করে পন্য বিক্রি, পণ্যের মেয়াদ উল্লেখ না থাকা ও বিএসটিআইয়ের অনুমোদনবিহীন পণ্য বিক্রি, মিষ্টি জাতীয় পণ্যের প্যাকেটের মোড়কের অতিরিক্ত ওজন ও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকায় ‘রসের মিষ্টি’ ও ‘টাঙ্গাইল মিষ্টি ঘর’ নামক দুইটি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
ইউএনও জুয়েল আহমেদ বলেন, ‘বিভিন্ন অনিয়মের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের গায়ে মেয়াদ উল্লেখ না থাকা ও অনুমোদন বিহীন পন্য পাওয়ায় এ জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’