ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মত বিনিময় সভা করেছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার।
শুক্রবার সন্ধ্যায় সাখুয়া ইউনিয়ন আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন ত্রিশাল আসন থেকে মনোনয়ন প্রত্যাশী বর্ষীয়ান রাজনীতিবিদ ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার।
এসময় মতিন সরকার বলেন, ‘দুঃসময়ে দলের এমপি ছিলাম, রাজপথে মার খেয়েছি, পুলিশের হামলায় আহত হয়েছি, জেল খেটেছি, তবু রাজপথ ছাড়িনি। আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামায়াতের অপশক্তি মোকাবেলা করতে এখনও রাজপথে আছি। আগামী নির্বাচনে এই আসন শেখ হাসিনার আসন, নৌকার আসন। এ বিজয় কেউ ঠেকাতে পারবেনা।’
সাখুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু নোমান মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন ময়মনসিংহের জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল্লাহ আল মামুন উজ্জল, ধানীখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মামুনুর রশীদ সোহেল, মঠবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস মন্ডল, বইলর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাজাহান কবির, ত্রিশাল উপজেলা যুবলীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম সরকার জুয়েল, সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, উপ-প্রচার সম্পাদক মোঃ শেখ মেহেদী হাসান রাসেল প্রমূখ।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন সাখুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল আহমেদ।