
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যৌথ চেকপোস্ট পরিচালনা করে ৪৭ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব–১৪, ময়মনসিংহ ক্যাম্পের সদস্যরা।
এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮–এর বিভিন্ন ধারায় ১৬ জনের কাছ থেকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
র্যাব–১৪ সূত্রে জানা গেছে, শনিবার (১ নভেম্বর) দুপুর ১টা ৫ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত র্যাব–১৪, ময়মনসিংহ ক্যাম্পের একটি অভিযানিক দল ময়মনসিংহ জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে যমুনা প্লাজার সামনে চেকপোস্ট পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহভাজন একটি যানবাহন তল্লাশি করে ৪৭ বোতল বিদেশি মদ উদ্ধার এবং দয়াল রায় (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
তিনি গাজীপুর জেলার জয়দেবপুর থানার বাসিন্দা। উদ্ধারকৃত বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
এ সময় সড়ক পরিবহন আইন–২০১৮–এর বিভিন্ন ধারায় আরও ১৬ জনের কাছ থেকে সর্বমোট ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
র্যাব–১৪, ময়মনসিংহ ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাব–১৪ এবং জেলা ট্রাফিক পুলিশের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাঁকে আলামতসহ ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে।