ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানারঘাট বাজারে হাফিজুল ইসলাম রনি (২৩) হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। হত্যার ১০ দিন পেরিয়ে গেলেও মূল আসামিরা এখনও গ্রেপ্তার না হওয়ায় থানা পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৭ জুন) বিকালে কানারঘাট বাজারের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশত নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রনিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অথচ ঘটনার দশ দিন পেরিয়ে গেলেও মূল আসামিরা এখনও ধরা পড়েনি। আসামি ধরতে পুলিশের তৎপরতা নেই বললেই চলে। এনিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণকারীরা ‘রনি হত্যার বিচার চাই’, ‘দোষীদের গ্রেপ্তার করো’ স্লোগানে মুখরিত হয়ে ওঠেন।
উল্লেখ্য, গত ১৬ জুন সকালে হরিরামপুর ইউনিয়নের মাগুরজোড়া এলাকার কানারঘাট ইটভাটার পাশ থেকে হাফিজুল ইসলাম রনির মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা তার রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে ত্রিশাল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহত রনি ওই এলাকার আব্দুল কাদেরের ছেলে। পরিবারের ভাষ্য, তিনি বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এবং তার ভিসা প্রক্রিয়াধীন ছিল। হত্যাকাণ্ডের আগের রাতে রনি বিকাশ থেকে ২৫ হাজার টাকা উত্তোলন করে বাবাকে দেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।