শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য” এ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ত্রিশাল উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে ত্রিশাল বালিপাড়া রোডে আয়োজিত সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ত্রিশাল উপজেলা শাখার সভাপতি আবুবকর ছিদ্দিকের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ মনির হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আবুবকর ছিদ্দিক মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আরিফুল হক।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ত্রিশাল পৌর শাখার উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম।
এসময় ত্রিশাল উপজেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের ১৫ সদস্য কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন খালেদ মোশারফ কানন।