মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ)
ময়মনসিংহের ত্রিশালে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৬ জুলাই) ময়মনসিংহ জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদের প্রয়াত রাশেদুল ইসলাম হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার।
এ সময় মূখ্য আলোচকের বক্তব্য দেন ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক শেখ মোঃ শহীদুল ইসলাম।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম মো. শামসুদ্দিন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, ত্রিশাল উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, কৃষি কর্মকর্তা তানিয়া রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা তানজিলা ফেরদৌসী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, প্রমুখ।