৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ| ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি| রাত ৮:০১| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জড়িয়ে মিথ্যাচার ফুলপুরে সরকারি চাল অবৈধভাবে মজুদ করায় জরিমানা ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশ বি-নির্মানে ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের ভুমিকা অনস্বীকার্য: শাহজাহান চৌধুরী বন্দর থেকে ১০০ কোটি টাকা পেল চসিক ত্রিশালে দুই শতাধিক পেঁপে গাছ নিধনের অভিযোগ পাইকগাছায় চৈত্র সংক্রান্তি মেলা ও উৎসব অনুষ্ঠিত নান্দাইলে আধুনিক মাছ চাষ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে নাচোল বিএনপির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পাইকগাছায় পিতাকে মারপিট করায় ছেলে আটক রাজনৈতিক হয়রানি মামলায় আদালতের দ্বারে দ্বারে ঘুরছে বিএনপির নেতাকর্মীরা

দিলালপুর উচ্চ বিদ্যালয় স্কুলের সাবেক ম্যানেজিং কমিটির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন 

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪,
  • 35 Time View

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার দিলালপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি শাহ মোহাম্মদ দিদারুল ইসলাম ও কমিটির সকল সদস্যবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ই সেপ্টেম্বর) দুপুরে সিংরইল ইউনিয়নের দিলালপুর উচ্চ বিদ্যালয়ের সামনে মানবন্ধন শেষে দিলালপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি শাহ মোহাম্মদ দিদারুল ইসলাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দিলালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের সহযোগিতায় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নুরুল ইসলাম ও তৎকালীন কমিটির সকল সদস্যরা গত বুধবার (৪ সেপ্টেম্বর) অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এক মতবিনিময় সভায় সর্বশেষ বিদায়ী ম্যানেজিং কমিটির সভাপতি ও কমিটির সদস্যবৃন্দের বিরুদ্ধে নানারকম অপপ্রচার চালিয়েছেন। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন সাবেক সভাপতি শাহ মোহাম্মদ দিদারুল ইসলাম ও তাঁর কমিটির লোকজন।

এছাড়া তিনি আরও বলেন, সাবেক সভাপতি নুরুল ইসলাম ও তাঁর কমিটির লোকজন স্বীয় স্বার্থ হাসিলের জন্য নানাবিধ অপকর্ম ও দূর্নীতি করেছেন। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানে সাবেক সভাপতি নুরুল ইসলামের নামে সিগারেট ক্রয়ের ভাউচার নিয়ে শিক্ষাঙ্গনের ব্যাপক দূর্নাম রয়েছে। এছাড়া তৎকালীন সময়ে শিক্ষার মান উন্নয়ন ছিলি ৬৮%, যা সাবেক সভাপতি শাহ মোহাম্মদ দিদারুল ইসলামের সময়ে শিক্ষার মান উন্নয়ন বৃদ্ধি পেয়ে তা ৯২.৭% দাড়িয়েছে। বর্তমানে দূর্নীতিবাজ সেই সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলামের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম তান্ত্রিকভাবে পিটিএ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারীগণ। শুধু তাই নয় সাবেক সভাপতি শাহ মোহাম্মদ দিদারুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক অভিযোগ করা হলেও তা সরজমিন মিথ্যা প্রমাণিত হয়েছে।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন ও সাবেক সভাপতি নুরুল ইসলাম সহ কমিটির অন্যান্য সাবেক অভিভাবক সদস্যবৃন্দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান।

এ বিষয়ে দিলালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন,আমার বিরুদ্ধে যা বলছে, তা কোনটাই সত্য নয়। সাবেক সভাপতি নুরুল ইসলাম জানান, সভাপতি থাকাকালীন যে অপকর্ম করা হয়েছে, সেগুলো ঢাকার জন্য দিদারুল ইসলাম আমার উপর বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ