২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ| ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি| সন্ধ্যা ৭:৪৯| হেমন্তকাল|

দুর্গাপূজা উপলক্ষে সনাতন সম্প্রদায়দের সঙ্গে বিএনপির মতবিনিময়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ১, ২০২৪,
  • 23 Time View

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন সম্প্রদায়দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গাবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আয়োজনে টাউন ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, বিএনপির সদস্য আমিনুল ইসলাম, আব্দুস সালাম, ইসমাইল হোসেন, তারেক আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম জামান বাচ্চু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজ, সাবেক ছাত্রদল নেতা কামরুজ্জামান মুক্তা, গোলাম কিবরিয়া কোয়েল প্রমুখ।

হিন্দু সম্প্রদায়ের মধ্যে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধননজয় চ্যাটার্জি, হিন্দু বৈদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি অর্জুন চৌধুরী, সাধারণ সম্পাদক সমীর চট্রপাধ্যায় প্রমুখ।

জেলায় যতগুলো পূজামণ্ডপ থাকবে সবগুলোতে বিএনপির স্বেচ্ছাসেবক টিম থাকবে। সেই টিম আপনাদের (সনাতন ধর্মাবলম্বী) সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা বিধান করবে। যদি কোথাও কোনো সমস্যা হয়, তাহলে জেলা বিএনপি তাৎক্ষণিক সেটির পদক্ষেপ নেবে। পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করে সাম্প্রতিক সম্প্রতির উদাহরণ সৃষ্টি করতে চাই বিএনপি।

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির ইতিবাচক সম্পর্কের কথা তুলে ধরে হিন্দু নেতারা বলেন, বিএনপি নেতাদের সহযোগিতা পেলে আগামী দিনে তারা জাতীয়তাবাদের সঙ্গে থাকতে চান। বিএনপি নেতারা তাদের সুখে দুখে পাশে থাকবেন এমনটাই প্রত্যাশা করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ