মো. হেকমত আলী মন্ডল, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকেট প্রার্থী রাজু আহম্মেদ মিঠুর নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ৫ এপ্রিল রাতে কালীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভা শুরুর পর্বের কালীগঞ্জ বাজারে একটি প্রচারনা মিছিল বের হয়। মিছিল টি বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিন করে বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজর আলী মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিঠু।
দন্ডপাল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন সাজুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি আকতার হোসেন নিউটন, দন্ডপাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি জামেদুল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ হাসান স্বপন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সদস্য উপজেলা যুবলীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, দন্ডপাল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি কামাল হোসেন সরকার, পামুলী ইউপি সদস্য মন্ট মিয়া, টেপ্রীগঞ্জ ইউপি সদস্য লুৎফর রহমান, পামুলী আওয়ামী লীগের সাংগঠনিক আব্দুল খালেক খোকন, সুন্দরদীঘি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সেকান্দার আলী, বালাপাড়া এলাকার সাহেব আলী, টেপ্রীগঞ্জ ইউনিয়নের হযরত আলী।