মোঃ হেকমত আলী মন্ডল, পঞ্চগড় প্রতিনিধি:
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেবীগঞ্জ- উপজেলা ও পৌরসভার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুজ্জামান সাজু ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রধান সবুজ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কামরুজ্জামান সাজু ও সাজ্জাদ হোসেন প্রধান জানান, দেবীগঞ্জ উপজেলা তথা সর্বস্তরের জনগণকে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ , কৃষক লীগ ও ছাত্রলীগের সকল নেতা-কর্মী এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।
ঈদুল ফিতরের ত্যাগের মানসিকতা ও ভ্রাতৃত্ববোধ শিক্ষা দেয়। এমনকি ধনী-গরীবের ভেদাভেদ ভুলে সবাইকে আনন্দের এক সূতায় বেধে দেয়। হিংসা বিদ্বেষ ও ধনী-গরীবের ভেদাভেদ ভুলে সবাই নিরাপদে ও সুস্থ্যতার সহিত ঈদ উদযাপন করবে বলে আমরা দোয়া কামনা করছি।
আসুন আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাদক ও সন্ত্রাস মুক্ত, পরিচ্ছন্ন ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার বিষয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।