পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার পৌরসভার বিজয় চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
উদ্বোধক ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপস এবং প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব মনিরুজ্জামান মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন তোবারক হ্যাপি, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম সরকার ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল।
বিশেষ বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লাতিফুর ইসলাম লাতু।
সভাপতিত্ব করেন দেবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাদেকুজ্জামান হিরা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব কার্তিক রায়।
সম্মেলনে দলীয় নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।