কুষ্টিয়া প্রতিনিধি:
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ ৮ই মে ( সোমবার ) দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে গনসংযোগ করেন, কুষ্টিয়া দৌলতপুর -১ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটি সদস্য ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মোফাজ্জেল হক।
এ সময় তিনি বোয়ালিয়া ইউনিয়নের স্থানীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের খোঁজখবর নেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার এই মাটির খেটে খাওয়া মানুষের নেত্রী আমি আমার নেত্রীর নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করে চলার চেষ্টা করছি এবং আজীবন তার নির্দেশ মেনেই আমার জনগনের সেবা করে তাদের পাশে থাকতে চাই।