কুষ্টিয়ার দৌলতপুরের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহমেদ মামুন শুক্রবার দিনব্যাপী গনসংযোগ করেছেন। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ের আওয়ামী লীগ কর্মীদের সাথে মত বিনিময় ও ৩টি ইউনিয়নের সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন শুক্রবার আড়িয়া ইউপির বড়গাংদিয়া সেন্টার মোড় জামে মসজিদে নামাজ আদায় করে মুসল্লীদের সাথে মত বিনিময় করেন।এরপর ইউনিয়নের ঈদগা‘মোড় শ্যামপুর,পিপুলবাড়িয়া, ছাতারপাড়া,লালনগর,পিয়ারপুর ইউপির শেরপুর, কোদালিয়া পাড়া,রিফাইতপুর ইউপির দিঘলকান্দি, ঝাউদিয়া,রিফাইতপুর ও দৌলতপুর এলাকায় গণসংযোগ ও মত বিনিময় করেন। এ সময় তার সাথে সফর সঙ্গী হিসেবে ছিলেন,আড়িয়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান সাইদ আনসারী বিপ্লব, রিফাইতপুর ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ বাবলু,দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সোবহান,বীর মুক্তিযোদ্ধা বখতিয়ার হোসেন,যুবলীগ নেতা মোঃ আব্দুর রশিদ প্রমুখ।