ইশতিয়াক আরাফ, জাককানইবি প্রতিনিধি:
২০২২-২৩ (সপ্তদশ ব্যাচ) শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন-২০২৩ এর মধ্যদিয়ে বরণ করে নিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এবারের ওরিয়েন্টেশনের শ্লোগান ছিল- ‘শিক্ষা, গবেষণা ও উন্নয়নের নবযাত্রায় স্বাগত।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল এ ছাড়াও ওরিয়েন্টেশন বক্তা হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। এসময় বক্তারা নবীনদের উচ্চশিক্ষা ও জীবনগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, নতুন প্রজন্মকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। তাদেরকে মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ হতে হবে যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা কখনো পারে না। তোমাদের নিজেদের তাগিদেই মানুষের গুণাবলিগুলো অর্জন করে নিতে হবে। তা না হলে তুমি টিকে থাকতে পারবে না।
ওরিয়েন্টেশন বক্তা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু দেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানসহ নানা বিষয় তুলে ধরে কথা বলেন।
এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধের লড়াইটা অনেক দীর্ঘ। সেই লড়াইয়ের নতুন যোদ্ধা হচ্ছেন আপনারা। আমাদের কাজটা আমরা কোনোভাবে শেষ করেছি, হয়তো কিছুটা সফল। একটি ভূমি আছে, স্বাধীন সার্বভৌম আছে, এ জায়গায় হয়তো আমরা সফল কিন্তু দেশটা আপনারা গড়বেন। জ্ঞানভিত্তিক সমাজ না হলে রাষ্ট্র বিকশিত হবে না। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হবে না।
উক্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, শিক্ষা জীবনে সর্বোচ্চ জ্ঞান অর্জনের অন্যতম বিদ্যাপীঠ হলো বিশ্ববিদ্যালয়। যেখানে পড়াশোনার পাশাপাশি একজন শিক্ষার্থী সত্যিকারের ও সার্বিক মানুষ হিসেবে গড়ে ওঠার পথের দিশা পায়।
তাই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী হিসেবে সপ্তদশ আবর্তনের সকলকে এ প্রাঙ্গণে আমরা স্বাগত জানাই।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুলের স্টিকসহ একটি একাডেমিক ক্যালেন্ডার তাদের হাতে তুলে দেওয়া হয় । এই ক্যালেন্ডার অনুসারে ছাত্র-ছাত্রীদের ক্লাস, পরীক্ষা এবং অন্যান্য একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে।