ঈদের ছুটিতে নানী বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে যাওয়া বোনের মরদেহ উদ্ধারের প্রায় ২২ ঘন্টা পরে ভাইয়ের মৃতদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।
শুক্রবার (১৩ জুন) সকালে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুড়া ও আমগাঁও ইউনিয়নের নাগর নদী থেকে নিখোঁজ সাদ্দাম হোসেন (৬) এর মরদেহ কচুরিপানার মধ্যে থেকে উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, রংপুর থেকে নানীর বাড়িতে বাবা আমিনুল ইসলামসহ ২ সন্তান বেড়াতে এসে গতকাল বৃহস্পতিবার(১২ জুন) দুপুরে নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। এ সময় পানির স্রোতে তলিয়ে যাওয়া শিশুদের উদ্ধারে বাবার আপ্রাণ চেষ্টা থাকলেও হারিয়ে যায় শিশু দুটি।
পরে স্থানীয় লোকজন ও থানা পুলিশের সহযোগিতায় অনেক খোঁজাখুজির পর বিকেল ৪টার দিকে নাগর নদী থেকে সাদিয়া আক্তার (১১) এর লাশ উদ্ধার করা হয়। আর তখন থেকেই নিখোঁজ থাকে পুত্র সন্তান সাদ্দাম হোসেন।
পরে ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম চালানো হলেও উদ্ধার করা যায়নি নিখোঁজ সাদ্দাম হোসেনকে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল জানান, আজ (শুক্রবার) সকালে নিখোঁজ হওয়া স্থানের কচুরিপানার মধ্য থেকে শিশুটির লাশ ভেসে উঠে। পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়।