মোঃ মাইনুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম রাজারহাট উপজেলায় হাসপাতালের বিল পরিশোধ করতে নবজাতক শিশুকে বিক্রি করে দিয়েছেন এক মা। গত ২৩ মার্চ উপজেলার মনারকুরি গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী শিরিন আক্তার একটি প্রাইভেট হাসপাতালে অস্রোপচারের মাধ্যমে পুত্র সন্তান জন্ম দেন।
স্বামী হাবিবুর রহমান স্ত্রীর খোঁজ না নেওয়ায় এবং হাসপাতালের বিল পরিশোধ করার সামর্থ্য না থাকায় ২৬ মার্চ এক নিঃসন্তান দম্পত্তির কাছে এক লক্ষ টাকায় নবজাতক বিক্রি করে দেন।
বিষয়টি শিরিনের স্বামী হাবিবুর রহমান জানতে পেরে আজ বুধবার (৩এপ্রিল) উলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পেয়ে উলিপুর থানা পুলিশ দুই ঘন্টার মধ্যে রাজারহাট উপজেলার নাজিমখা ইউনিয়নের রামশিং মুন্সিপাড়া গ্রাম থেকে উদ্ধার করেন।
পুলিশ জানায়, ওই গ্রামের নিঃসন্তান মোছাঃ সেলিনা বেগম দম্পত্তি একলক্ষ টাকায় নবজাতক কিনে নেন।
অবশেষে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধি সার্ভিস ডেস্কের মাধ্যমে মাত্র দুই ঘন্টার মধ্যে নবজাতকে উদ্ধার করে তার প্রকৃত জন্মদাতা পিতা-মাতার কাছে নবজাতকে ফিরিয়ে দেন।
সন্তান ফিরে পেয়ে উলিপুর থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবজাতকের বাবা হাবিবুর রহমান।