নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৮ কেজি গাঁজা সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
আজ ২০ মে শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আট কৃতরা হলেন, নাসরিন (২০), মোছাঃ খাদিজা আক্তার(২২),মোঃ আশিক ভূইয়া(২৮) ও মোঃ কাউছার মিয়া(৪২)।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে
উপজেলার বিটঘর ভদ্রগাছা এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজা, যার অনুমানিক মূল্য-৪,৫০,০০০/-(চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা। এসময় ওই মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এছাড়াও উপজেলার শিবপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা, যাহার অনুমানিক মূল্য-১,২০,০০০/-(এক লক্ষ বিশ হাজার টাকা। সহ মাদকব্যবসায়ী নাসরিন, মোছাঃ খাদিজা আক্তার,মোঃ আশিক ভূইয়া, মোঃ কাউছার মিয়া, অটক করা হয়।
নবীনগর থানার ওসি মো. সাইফ উদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
এই সংক্রান্তে নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা রুজু করে তাদের জেল হাজতে পাঠানো প্রস্তুতি চলছে । আমাদের এই মাদকবিরোধী অভিযান অব্যহত থাকবে।