নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে শোকাবহ আগস্টের স্মরণে বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে জাতিরজনক বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে ও ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা-২০২৩ এ অংশ গ্রহণে উৎসাহ প্রদানে প্রচারপত্র বিলি করা হয়েছে।
বুধবার দুপুরে নরসিংদী জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার অডিটোরিয়ামে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদেরকে এ কর্মসূচির বিষয়ে অবগত করা হয়েছে। মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে বক্তা তৈরী ও বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে আগামী ২৫ আগষ্টের মধ্যে তাদের বক্তৃতা ইমেইল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাবমিট করার আহবান করা হয়েছে।
নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনের সঞ্চালনায় এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক মো. জহিরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ আজীজুল হাকিম এবং উপ মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক মমিনুল ইসলাম রাজীবসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় তাদের নরসিংদী জামেয়া কাসেমিয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সামাদ আজাদ ছাত্রলীগের নেতা-কর্মীদের স্বাগত জানান। পরে শিক্ষার্থীদের মধ্যে লিফলেট, পোস্টারসহ বিভিন্ন ধরনের প্রচারপত্র বিতরণ করা হয়।
নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওন বলেন, ‘মাদ্রসা একটি জ্ঞানের উন্মুক্ত জায়গা। আমরা ছাত্রলীগের প্রচারপত্রসহ তাদের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ জড়িয়ে দেওয়ার উদ্যোগ নেয়া থেকে গিয়েছি। আমাদের দৃঢ় বিশ্বাস, আমি নিয়মিতভাবে কাজ করতে পারলেই জঙ্গিবাদমুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব। আমাদের সে ধারা অব্যাহত রাখতে তাদেরকে নিয়ে আমরা নিয়মিত বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখবো।’