২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ৭ই শাবান, ১৪৪৬ হিজরি| সন্ধ্যা ৭:২৩| শীতকাল|
শিরোনাম:
পাটগ্রামে তিন সন্তানের জননীকে ওড়না পেঁচিয়ে হত্যার অভিযোগ নান্দাইলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল  পাটগ্রামে অসুস্থ গরুর মাংস বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা ফুলপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু  নান্দাইল আওয়ামী লীগের লিফলেট বিতরণ আ’লীগ, ছাত্রলীগ সহ গ্রেফতার -৩  আন্ধারীর ঝাড় ইউনিয়ন আওয়ামীলীগের নেতা গ্রেপ্তার নান্দাইলে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্রলীগের ৯৭ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার ২ কাপাসিয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও দুশ্চিন্তায় মাকসুদা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

নরসিংদীতে চোরাইকৃত ট্রান্সফরমার দিয়ে বৈদ্যুতিক সংযোগ আবেদনের অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩,
  • 177 Time View

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে এসটিসি ব্রিকফিল্ডের মালিক মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে চোরাইকৃত ট্রান্সফরমার দিয়ে পুনঃ বৈদ্যুতিক সংযোগের আবেদন করার অভিযোগ উঠেছে।

মোঃ রফিকুল ইসলাম তালতলী সাব-জোনাল অফিসের আওতাধীন পলাশ খানার জিনারদী ইউনিয়নের মাঝেরচর এলাকার শিল্প গ্রাহক মেসার্স ষ্টার ট্রেডিং করপোরেশন ইট ভাটার মালিক।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৩ অক্টোবর রাতের কোন এক সময়ে জিনারদী ইউনিয়নের মাঝেরচর গ্রামের শিল্প গ্রাহক মেসার্স ষ্টার ট্রেডিং করপোরেশন এর ক্রয়কৃত (জি-৫, ১৫কেভিএ) কনফিডেন্স কোম্পানির তিনটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়।যার সিরিয়াল নং- G5-2015-15-078700 G5-2015-15-0788 G5-2015-15-0789.
পরে ইটভাটার মালিক রফিকুল ইসলাম বিষয়টি তালতলী জোনাল অফিসকে অবগত করেন।

পরে বিষয়টি তদন্ত করে তারা ০৪ অক্টোবর ২০২৩খ্রিঃ এ ব্যাপারে পলাশ থানায় একটি এফ আই আর নথিভুক্ত করার আবেদন করেন।

কিন্তু কিছুদিন যেতে না যেতেই মেসার্স স্টার ট্রেডিং কর্পোরেশন চোরাইকৃত ট্রান্সফরমার তিনটি মাধবদীতে মোঃ শুক্কুর আলীর মালিকানাধীন পাওয়ার প্যাক ইঞ্জিনিয়ারিং হতে মেরামত করে পুনরায় সংযোগের আবেদন করেন।

চোরাইকৃত ট্রান্সফরমার দিয়ে পুনরায় বৈদ্যুতিক সংযোগের আবেদন পেয়ে তালতলী জোনাল অফিসের কর্মকর্তারা নড়ে চড়ে বসেন। কিভাবে চোরাইকৃত ট্রান্সফরমার পুনরায় মালিকের কাছে আসলো এবং তারা তা মেরামত করে আবার সংযোগের আবেদন করলো এ নিয়ে তারা কিংকর্তব্যবিমুর হয়ে পড়ে। ফলে বিষয়টি নিয়ে সদর অফিসে একটি প্রতিবেদন দাখিল করেন তারা।

বর্তমানে এ রহস্যজনক চুরি ও চোরাইকৃত ট্রান্সফরমার মেরামত নিয়ে পুরো এলাকা জুড়ে ইটভাটা মালিকের বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে।

এ বিষয়ে তালতলী জোনাল অফিসের এজিএম কনক হোসেন এর কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, ইটভাটা মালিকের কাছ থেকে তিনটি ট্রান্সফরমার চুরির খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে পলাশ থানায় একটি অভিযোগ দায়ের করি।

কিন্তু পরবর্তীতে চোরাইকৃত ট্রান্সফরমার কিভাবে তাদের কাছে এলো বা কোন আইনের ধারায় সেই ট্রান্সফরমার মেরামত করিয়ে পুনঃ সংযোগের আবেদন করলো তা আমার বোধগম্য নয়।

এব্যাপারে জানতে মাঝেরচর এসটিসি ইটভাটায় গিয়ে ভাটা মালিককে পাওয়া যায়নি। পরে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি বার বার লাইন কেটে দেওয়ায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ