নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে বাংলাদেশ জামায়াত ইসলামী ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার গভীর রাতে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকা গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছে থেকে ২১ টি বিভিন্ন ধরনের দলীয় বি ও ৩১টি চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।
আজ শনিবার রাত ৯ টার দিকে নরসিংদী জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃতরা হলো মাহফুজুর রহমান (৪৮) ও তার স্ত্রী মাসুদা আক্তার (৩৮), আনিসুর রহমান (৫২), রবিউল ইসলাম (৩০)।
নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন বলেন, ‘নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকা থেকে জামায়াত নেতা মাহফিজুর রহমান ও তাদের ১৫-২০ জন নেতাকর্মী রাষ্ট্রকে অস্থিতিশীল ও নাশকতামূলক কর্মকাণ্ড করার গোপন পরিকল্পনা করছিল। রাত ১২ টার দিকে গাবতলী এলাকার গ্রান রোডে জামায়াত নেতা মাহফুজুর রহমানের বাসায় এ মিটিং চলছিল।’
তিনি আরও বলেন, ‘এ সময় আমরা চারজনকে গ্রেফতার করতে সক্ষম হই এবং বাকিরা পালিয়ে যায়। ঘটনায় ১৭ জনকে আসামী করে নরসিংদী সদর থানায় মামলা করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার করার চেষ্টায় অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’