নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলার আলোকবালীর উত্তরপাড়া থেকে প্রতিবন্ধী তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে শুক্কুর মুন্সীকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার সকালে নরসিংদী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া।
গ্রেফতারকৃত শুক্কুর মুন্সী আলোকবালী উত্তর পাড়া হাসিম মিয়ার ছেলে এবং পেশায় তিনি পল্লী চিকিৎসক।
পুলিশ বলছে, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ রবিবার অভিযুক্তের নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আলোকবালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ইউসুফ আলী জানান, গত শুক্রবার সকাল ১১ টার দিকে ওই এলাকার একটি মাদ্রাসায় জোরপূর্বক ধর্ষণ করে। মাদ্রাসাটিতে মেয়েদের পড়ানো হয় এবং ওই প্রতিষ্ঠান সে নিজেই কয়েক বছর আগে প্রতিষ্ঠা করেছে।
ভুক্তভোগী মেয়েটি মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে আজ রবিবার গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি এ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। আমরা তদন্ত সাপেক্ষে সবার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। তাছাড়া মাদ্রাসার অন্য মেয়েদের সাথেও এমন ঘটনা ঘটিয়েছে কিনা আমরা খোঁজ খবর নিচ্ছি।