২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ১০ই শাবান, ১৪৪৬ হিজরি| দুপুর ২:৪৫| শীতকাল|
শিরোনাম:
পাটগ্রামে তিন সন্তানের জননীকে হত্যার ঘটনায় দ্বিতীয় স্বামী গ্রেপ্তার পাটগ্রামে তিন সন্তানের জননীকে ওড়না পেঁচিয়ে হত্যার অভিযোগ নান্দাইলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল  পাটগ্রামে অসুস্থ গরুর মাংস বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা ফুলপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু  নান্দাইল আওয়ামী লীগের লিফলেট বিতরণ আ’লীগ, ছাত্রলীগ সহ গ্রেফতার -৩  আন্ধারীর ঝাড় ইউনিয়ন আওয়ামীলীগের নেতা গ্রেপ্তার নান্দাইলে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্রলীগের ৯৭ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার ২ কাপাসিয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও দুশ্চিন্তায় মাকসুদা

নরসিংদীতে লুটপাটের মালামাল উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ২২, ২০২৩,
  • 229 Time View

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী সদর উপজেলা আলোকবালী ইউনিয়নের খোদাদিলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগ নেতার দোকান থেকে লুটপাট হওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ। খোদাদিলা গ্রাম থেকে সোমবার রাতে অভিযান চালিয়ে মালামাল গুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আলোকবালী ইউনিয়ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইউসুফ আলী।

জানা যায়, আলোকবালী ইউনিয়ন শাখার ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী হাসান আলী ও যুবলীগ কর্মী জাকির হোসেন গ্রুপের সাথে একই ইউনিয়নের বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদিনের সাথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিনের বিরোধ রয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, জাকির হোসেন ও জয়নাল আবেদিনের বিরুদ্ধে থানায় একাধিক অস্ত্র আইনে মামলা রয়েছে।

বিরোধের জেরে, গত ২০ জুলাই উভয় গ্রুপের মধ্যে দ্বন্দ্ব হলে হাজী হাসান আলী ও জাকির হোসেনের গ্রুপটি এলাকা ছাড়া হয়ে পড়ে। এ ঘটনার ধারাবাহিকতায় গত শনিবার (২০ আগস্ট) দিনগত রাতে হাজী হাসান আলীর নেতৃত্বে তার লোকজন গ্রামে আবারও প্রবেশ করছে এমন অভিযোগে ওই এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জয়নাল আবেদিনের লোকজন জড়ো হয়।

পরে হাসান আলীর দোকানে লুটপাট করে ও একই এলাকার হালিমা আক্তারের বাড়ীতে আগুন দেয়া হয়। তবে, ঘটনায় হাসান আলী থানায় অভিযোগ করলেও হালিমা বেগম কোনো অভিযোগ করেন নি।

ওই ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে ৫ জনকে ঘটনাস্থল থেকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে অভিযোগ না থাকায় তাদেরকে ছেড়ে দেয়া হয়।

আলোকবালী ইউনিয়ন পুলিশ ফাড়ির ইনচার্জ ইউসুফ আলী বলেন, “ভুক্তভোগী হাজী হাসান আলীর অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে খোয়ানো জিনিসপত্র উদ্ধার করেছি। এগুলো আমাদের কাছে জব্দ আছে। আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে। তাছাড়াও, কিছু টেটাও উদ্ধার করা হয়েছে।”

এর আগে, গত ১৯ জুলাই উভয় পক্ষের সংঘর্ষ হয় এবং উভয় গ্রুপের আটজন গুলি ও টেটাবিদ্ধ হয়ে আহত হয়। এ ছাড়াও পুলিশ ৮ জনকে গ্রেফতার করে পুলিশ এবং পাশাপাশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ