স্টাফ রিপোর্টার, নরসিংদী:
নরসিংদীর সদর উপজেলার ৩১ নং করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার করিমপুর ছাত্র ও যুব ফোরাম এর নব গঠিত কমিটির পক্ষ থেকে শিশুদের মেধা বিকাশের লক্ষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ বই খাতা কলম বিতরণ করা হয়।
করিমপুর ছাত্র ও যুব ফোরাম আয়োজিত মেধা বিকাশ উপকরণ বিতরণ সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষানূরাগী ইবনে আদেল শশী।
করিমপুর ছাত্র ও যুব ফোরামের আহ্বায়ক জাহিদুর রহমান এর সভাপতিত্বে নবগঠিত কমিটির সদস্য সচিব তন্ময় সরকার তন্ময় এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ৩১ নং করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহিদা খানম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উক্ত স্কুলের সহকারী শিক্ষক বৃন্দ ও করিমপুর ছাত্র ও যুব ফোরামের নবগঠিত আহবাবাক কমিটির সদস্য বৃন্দ।
অর্ধশতাধীক শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।