নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে ব্যবসায়ী, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষদের নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। আজ বুধবার বিকেলে নরসিংদী মডেল থানা প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূইয়ার সভাপতিত্ত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালিব পাঠান, পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, জেলা প্রেসক্লাব সভাপতি আসাদুজ্জামান রিপন প্রমুখ।
মতবিনিময় সভায় নরসিংদীতে ব্যবসা সম্প্রসারণে আইনশৃঙ্খলা বাহিনীর অবদান, পুলিশী হয়রানি, শ্রমিক হয়রানির বিপরীতে পুলিশের ভূমিকা, মামলা সংক্রান্ত জটিলতা, মামলার সফলতা ও মাদকের আধিপত্য ইত্যাদি বিষয়ে আলোচনা ও সমালোচনা করেন বাসিন্দারা।
সকলের মন্তব্য শেষে অভিযোগের জবাবদিহিতা মূলক বক্তব্য দেন পুলিশ সুপার।