বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) সংসদীয় আসনে বাতিলের চেয়েও কম ভোট পেয়ে জামানত হারালেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট কর্তৃক মনোনীত প্রার্থী এমদাদুল হক ভূলন। তিনি নির্বাচনে মোট ভোট পেয়েছেন ১৮৪ টি।
এই আসনে মোট ভোটার ৪ লক্ষ ২ হাজার ৬১২ টি। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে ৭৭ হাজার ৯৮২ পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম খাঁন বীরু ঈগলকে হারিয়ে ৭২৯৭ ভোটের ব্যবধানে জয় লাভ করেন।নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতিকে পেয়েছে ৭০হাজার ৬৮৫ এবং লাঙ্গল প্রতিকে কামাল উদ্দিন পেয়েছেন ৯৫২ ভোট।
বেলাব ও মনোহরদী উপজেলা নিয়ে গঠিত নরসিংদী-৪ সংসদীয় আসন।২০ টি ইউনিয়ন ১ টি পৌরসভা নিয়ে গঠিত উক্ত আসনে মোট ভোটার ৪ লক্ষ ২ হাজার ৬১২ জন,এর মধ্যে পুরুষ ভোটার:১ লক্ষ ৯৯ হাজার ৭৮১,নারী ভোটার ২ লক্ষ ২ হাজার ৮২৯,এবং হিজড়া ভোটার সংখ্যা ২জন।
১ লক্ষ ৫২ হাজার ৪০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। বৈধ ভোটার ১ লক্ষ ৪৯ হাজার ৮০৩ টি এবং বাতিল হয়েছে ২৬০২ টি। প্রাপ্ত ভোটের হিসেবে ৩৭.৮৫ শতাংশ ভোট হয়েছে।