বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জাকের পার্টি মনোনয়নপ্রাপ্ত নরসিংদী জেলা জাকের পার্টি (উত্তর) সাধারণ সম্পাদক সাংবাদিক ফয়সাল আহমেদ আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঘোষিত তপশিল অনুযায়ী শেষ দিনে বিকেল ৩ টার দিকে জেলা রির্টানিং অফিসার, জেলা প্রশাসক ড. বদিউল আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।