মিন্টু মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে চারটি গ্রামীণ রাস্তা পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন নান্দাইলের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন। সোমবার (৬ নভেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত নান্দাইল উপজেলার খারুয়া ও বীর বেতাগৈর ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ চারটি রাস্তার পৃথক পৃথক স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
চারটি রাস্তা প্রায় ৪ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে। রাস্তাগুলো হল -সালুয়াপাড়া এফআরবি হতে কালিয়াপাড়া বাজার সড়ক,বীরকামটখালী হতে টাওয়াল দক্ষিণ বাজার,চৈতনখালী বাজার হতে খারুয়া বাজার, বেতাগৈর ইউপি হতে বীরকামটখালী বাজার সড়ক।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, ময়মনসিংহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও নান্দাইল উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক বাহার, নান্দাইল উপজেলা প্রকৌশলী শাহাবো রহমান সজীব, নান্দাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, খারুয়া ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসনাত ভূইয়া মিন্টু, বীর বেতাগৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন, অবিভক্ত বেতাগৈর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন সরকার, নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ মাহমুদুল হক সৌরভসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার মানুষজন।
জানা গেছে এই চারটি রাস্তা পাকাকরণ কাজ সমাপ্ত হলে খারুয়া বীর বেতাগৈর ও চর বেতাগৈর ইউনিয়নের ১০ টি গ্রামের অন্তত ২০ হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে।
সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে নান্দাইলের অসংখ্য রাস্তাঘাটের উন্নয়ন করেছেন।