মিন্টু মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
নান্দাইলে মধ্যরাতে বিদ্যুতের শর্টসার্কিটের অগ্নিকান্ডে পুঁড়ে ৭টি ব্যবসায় প্রতিষ্ঠান পুঁড়ে ছাঁই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর রাত ৪ টার দিকে উপজেলার বেতাগৈর ইউনিয়নের শিবপুর বাজারে। দাবি ব্যবসায়ীদের অগ্নিকান্ডে পুঁড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের শিবপুর বাজারে রবিবার ভোর রাত ৪ টার দিকে
বিদ্যুতের শর্টসার্কিট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন জ্বলতে দেখে আশে পাশের লোকজন দৌড়ে এসে ফায়ার সার্ভিসের খবর দেয়।
এলাকার লোকজন ও ফায়ার সার্ভিসের টিম ঘন্টাব্যাপী অভিযানে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাজারের ৭ টি দোকান আগুনে পুঁড়ে যায়। ইলেকট্রনিক ও মনিহারি দোকান
মনিহারি দোকানদার আব্দুস সালাম বলেন, প্রতিদিনের মত রাতের বেলা দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। শেষ রাতের দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আমার মনিহারি দোকান সহ ৭টি দোকান পুঁড়ে গেছে। সব দোকান মিলিয়ে ৫০ লাখ টাকার মত ক্ষতি হয়েছে।
দোকান মালিক মাসুদ আলী মড়ল বলেন, বিদ্যুতের শর্টসার্কিট অথবা মশার কয়েল থেকে আগুন ধরতে পারে। আমার তিনটি দোকান পুঁড়ে ছাই হয়ে গেছে। ৩০ লাখ টাকা মত ক্ষতি হয়েছে।
নান্দাইল ফায়ার সিভিল সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. তাজুল ইসলাম মুঠোফোনে বলেন, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে গিয়ে অনেক চেষ্টা করে আগুন নেভাবে সক্ষম হই। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে ক্ষতির পরিমাণ জানানো হবে।