নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে জেলা প্রশাসনের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫টি অবৈধ ইট ভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ও অর্থ দন্ড করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ উচ্ছেদ অভিযানে নান্দাইল উপজেলা পূর্ব এলাকা মুশুল্লি, রাজগাতী, মোয়াজ্জেমপুর ইউনিয়নে অবৈধ ৫টি ইট ভাটা চুল্লী গুঁড়িয়ে দেওয়া হয়।
ইট ভাটা গুলো হলো- মেহেরুনন্নেছার মালিকানা এম. আর. বি. ব্রিকস, আলী উসমানের মালিকানা সেভেন স্টার ব্রিকস, মাওলানা মোহাম্মদ মুস্তফা কামালের মালিকানা এম. আর.বি.ব্রিকস এবং গেনু ভূঁইয়ার এ.ম.এ.ডি ব্রিকস সহ ৪ টি ইট ভাটাকে গুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও আলী উসমানের মালিকানাধী স্টার ব্রিকস (২) কে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের নির্দেশে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ফয়জুর রহমান, ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাহাবুবুল ইসলাম সহ পুলিশ প্রশাসন।
সহকারী কমিশনার (ভূমি) মো.ফয়জুর রহমান বলেন-প্রশাসনের উদ্যোগে লাইসেন্স বিহীন নির্মিত ইট ভাটা বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাহাবুবুল ইসলাম বলেন- পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স বিহীন সকল অবৈধ ইট ভাটা উচ্ছেদ করা হবে। #