নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে নান্দাইলে আওয়ামী লীগের শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় নান্দাইল পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ শান্তি মিছিল অনুষ্ঠিত হয়।
শান্তি মিছিলটি নান্দাইল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু করে নান্দাইল বাজার ও ময়মনসিংহ -কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক পদক্ষিণ করে শেষ হয়।
শান্তি মিছিল শেষে নান্দাইল পৌর আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী ভূঁইয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ফকিরের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক নাজিম উল্লাহ্ লিটন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শহীদুল্লাহ শহীদ সহ প্রমুখ।
শান্তি মিছিলে নান্দাইল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।