নান্দাইল প্রতিনিধি: ময়মনসিংহে নান্দাইলের গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে তিনটি দোকান পুঁড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৩ টায় উপজেলার খারুয়া ইউনিয়নের বনগ্রাম চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটেছে। এতে আগুনে পুঁড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতির সাধিত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান – খারুয়া ইউনিয়নের বনগ্রাম চৌরাস্তা বাজারে শনিবার বিকালে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে জসিম উদ্দিনের মুদি দোকান মো. সিদ্দিক ও বাচ্চু মিয়ার ফার্মেসীতে আগুন লেগে যায়। এতে তাৎক্ষণিক আগুন আশে পাশে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাবে সক্ষম হয়। ততক্ষণে তিনটি দোকান পুঁড়ে ছাঁই হয়ে যায়। আগুন লাগার ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেন।
স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান বলেন- হঠাৎ করে মুদি দোকানে আগুন দাউ দাউ করে জ্বলছে। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আনা নেভানো সম্ভব হয়েছে। তবে তিনটি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন বলেন- গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। এতে তিনটি ঘর পুঁড়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।